সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে ৮ সারাদেশ | 9th August, 2025 5:31 pm

নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িত আসামি শহিদুলকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। এ নিয়ে এই হত্যা মামলায় মোট গ্রেফতার ৮ জনকে গ্রেফতার করা হলো। শনিবার (৯ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়। এর আগে, শুক্রবার দিবাগত রাতে তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আরও ২ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারও আগে শুক্রবার দুপুরে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, শুক্রবার সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়। নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে। তখন তুহিন নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা।
নিউজ - ভালুকা টেলিভিশন

Comments

Popular posts from this blog

কমছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আজ

না ফেরার দেশে পাড়ি জমালেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী

শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও