ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফা ইয়াসমিন সৌমা (২১) আ*ত্ম'হ*ত্যা করেছেন

                                 ছবি সংগৃহীত 

 তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফা ইয়াসমিন সৌমা 


ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফা ইয়াসমিন সৌমা (২১) আ*ত্ম*হ*ত্যা করেছেন। 


মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষ থেকে তার ম*রদে*হ উ*দ্ধা*র করা হয়। সৌমা খুলনা খালিশপুরের তায়েদুর রহমান এবং ফাতেমা আক্তার দম্পতির মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম। 


পুলিশ জানায়, সৌমা শরীরে ই*নজে*কশন প্রয়োগ করে আ*ত্মহ*ত্যা করেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সু*ই*সা*ইড নোট ও ই*নজে*কশ*ন সি*রিঞ্জ উ*দ্ধার করেছে। প্রায় ৪-৫ পৃষ্ঠার দীর্ঘ এই সু*ই*সাই*ড নোটে তিনি তার মা*নসিক চা*প ও ব্যক্তিগত জীবনের নানা ক*ষ্টের কথা লিখে গেছেন।


সহপাঠী ও বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, সৌমা দীর্ঘদিন ধরে পড়াশোনা এবং ব্যক্তিগত বিভিন্ন কারণে মা*নসিক চা*পে ভু*গছিলেন। তার এমন অ*স্বা*ভাবিক মৃ*ত্যুর ঘটনায় সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শো*কের ছায়া নেমে এসেছে।


ওসি জানান, সৌমার ম*র*দেহ উ*দ্ধার করে ময়*নাত*দ*ন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ম*র্গে পাঠানো হয়েছে। বর্তমানে ম*রদে*হ ম*র্গে সংরক্ষিত আছে। 


ওসি আরও জানান, মেয়ের মৃ*ত্যুর খবর পেয়ে ময়মনসিংহের পথে রওনা হয়েছেন সৌমার বাবা মা। তারা পৌঁছানোর পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।



নিউজ - ভালুকা টেলিভিশন 

Comments

Popular posts from this blog

কমছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আজ

না ফেরার দেশে পাড়ি জমালেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী

শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও