জানা গেল সাংবাদিক তুহিন হত্যার কারণ।

ভালুকা টেলিভিশন প্রকাশিত: শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫ , ১২:০৬ পিএম <
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় নতুন তথ্য বেরিয়ে এসেছে। 

 প্রাথমিক ধারণা ছিল চাঁদাবাজির নিউজ করার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানিয়েছে, এর কারণ নারী ঘটিত বিষয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় এক মহিলাকে মারধর করার সময় সাংবাদিক তুহিন তার মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করছিলেন। এ সময় হামলাকারীরা তাকে ভিডিও মুছে ফেলার জন্য চাপ দেয়। তুহিন ঘটনাস্থল থেকে চলে গেলেও হামলাকারীরা তাকে অনুসরণ করে এবং পরে একটি চায়ের দোকানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহত সাংবাদিক তুহিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। জুমার নামাজের পর জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments

Popular posts from this blog

কমছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আজ

না ফেরার দেশে পাড়ি জমালেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী

শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও