জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনার প্রস্তুতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সিনেট ভবনে চলছে গণনার কার্যক্রম। বিভিন্ন কেন্দ্রে কাস্ট হওয়া ভোটের গড় হার ৬০ থেকে ৬৫ শতাংশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৫৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৯ জন এবং এজিএস পদে ৬ জন নারী ও ১০ জন পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে টিকচিহ্ন দিয়ে ভোট দেন।
মোট প্রার্থীর মধ্যে ২৫ শতাংশ নারী এবং ৭৫ শতাংশ পুরুষ। জিএস পদে ১৫ জন প্রার্থীর মধ্যে মাত্র ২ জন নারী। চারটি পদে কোনো নারী প্রার্থী নেই। সবগুলো হল সংসদ মিলিয়ে মোট প্রার্থীর ২৪ দশমিক ৪ শতাংশ ছাত্রী। এছাড়া ছাত্রীদের ৫টি হলে ১৫ পদে কোনো প্রার্থী ছিল না।
News 📰 Bhaluka Television 📺

Comments
Post a Comment