ভালুকায় বিএনপি নেতার হাতে আরেক বিএনপি নেতা খু"ন

ছবি সংগৃহীত 

ভালুকায় বিএনপি নেতার হাতে বিএনপি নেতা খুন!
ভালুকা উপজেলা মেদুয়ারী ইউনিয়ন রামপুর গ্রামে বিএনপি নেতা মাদক ব্যবসায়ী একসময়ে ক্রসফায়ারের তালিকাভুক্ত সন্ত্রাসী মিন্টু সরকারের হাতে স্থানীয় বিএনপি নেতা মুকছেদুর রহমান খুন হয়।
ছোট সময় নাটক সিনেমায় দেখতাম। সন্ত্রাসী কাউকে মারলে ভয়ে কেউ সাক্ষী দিতে চায়না এবং প্রতিবাদ করতে চাই না। আজকে ঘটনাস্থলে যাইয়া তাই বুঝলাম। পুরো ওয়ার্ডের মানুষ জানে হত্যা করা হয়েছে। অথচ মুখ ফুটে কেউই প্রতিবাদ করতে পারতাছে না। কারণ খুনির পরিবার স্থানীয় প্রভাবশালী এবং বিএনপির রাজনীতর সাথে জড়িত। খুনি মিন্টু সরকার এক সময় ক্রসফায়ার আসামি ছিল। পুরো মেদুয়ারি ইউনিয়নে টপ সন্ত্রাসের মধ্যে একজন। এখনো প্রকাশ্যে ইয়াবার ব্যবসা করে।
খুনি মিন্টু সরকার মাদক সেবন করে মাদ্রাসায় ভাঙচুর করতে গেলে বাঁধা দেয় নিহত মুকছেদুর রহমান , এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয় বিএনপি নেতা মুকছেদুর রহমান। অভিযোগ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পরিদর্শক করে,লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ হুমায়ূন কবির।

News 📰 Bhaluka Television 

 

Comments

Popular posts from this blog

কমছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আজ

না ফেরার দেশে পাড়ি জমালেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী

শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও