যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা প্রত্যাখ্যান খামেনির

 


পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টেলিভিশনে দেয়া এক ভাষণে এমনটাই জানিয়েছেন তিনি।


আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, এই পরিস্থিতিতে মার্কিন সরকারের সাথে আলোচনা কোনোভাবেই আমাদের জন্য উপকারী কিছু নয়। আর এটি আমাদের কোনো ক্ষতির হাত থেকেও তা ঠেকাবে না। বরং দেশের জন্য তা অপূরণীয় ক্ষতির কারণও হতে পারে। অপরপক্ষ আলোচনায় না বসলে নানা হুমকি দিচ্ছে। এসব হুমকি আমলে নিলে নিজেদের দুর্বলতাই প্রকাশ পাবে। আমেরিকা সবকিছুতেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, সবকিছুতেই মিথ্যা বলে, প্রতারণা করে, সামরিক আগ্রাসনের হুমকি দেয়। সুযোগ পেলে তারা আরও মানুষ হত্যা করবে এবং পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালাবে। এই ধরনের পরিস্থিতিতে, তাদের সাথে আলোচনা করা অসম্ভব।


এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবেন না। এ সময়, তেহরানকে ‘বিশ্বে সন্ত্রাসের এক নম্বর পৃষ্ঠপোষক’ হিসাবেও উল্লেখ করেন তিনি।


অপরদিকে, পশ্চিমা দেশগুলো তেহরানকে তার পারমাণবিক প্রতিশ্রুতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অধীনে অনুমোদিত মাত্রার ৪০ গুণেরও বেশি ইউরেনিয়াম মজুত তৈরি করা। যদিও ২০১৮ সালে চুক্তি থেকে একতরফাভাবে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল ট্রাম্প। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে তেহরান। তাদের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে চালানো হচ্ছে এই পারমাণবিক কার্যক্রম।

Comments

Popular posts from this blog

কমছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আজ

না ফেরার দেশে পাড়ি জমালেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী

শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও