ওয়েস্ট ইন্ডিজকে ৮৩ রানে গুটিয়ে সিরিজ নিশ্চিত করলো নেপাল


 


টি-টোয়েন্টির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতো হারিয়ে ঐতিহাসিক সিরিজ নিশ্চিত করলো আইসিসির সহযোগী দেশ নেপাল। সোমবার (২৯ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৮৩ রানে গুটিয়ে দিয়েছে।



আইসিসির অন্য সহযোগী দেশগুলোর বিপক্ষে আটটি টি-টোয়েন্টি সিরিজ খেলে চারটিতে জিতেছে তারা, হেরেছে তিনটি, একটিতে করেছে ড্র। তবে এবার টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই প্রথম তাদের সিরিজ জয়।


ভারতে টেস্ট সিরিজের কারণে ক্যারিবিয়ানদের নিয়মিত অধিনায়ক শেই হোপসহ তারকা ক্রিকেটারদের কয়েকজন খেলছেন না এই সিরিজে।


টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। আসিফ শেখ ৬৮ ও সন্দীপ জোরা ৬৩ রানের ওপর ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান তোলে তারা। এই দুজনের জুটিতে আসে ৬৬ বলে ১০০ রান।


জবাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা একে একে উইকেট হারাতে থাকে। ১৭.১ ওভারে ৮৩ রান তুলতেই গুটিয়ে যায় তারা। ৪ ওভারে ২৪ রান দিয়ে নেপালের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আদিল আলম। ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন কুশল ব্রুতেল।



এর আগে, প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯ রানে জিতেছিল নেপাল। সেই ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান করেছিল তারা। রান তাড়া করতে নেমে ২০ ওভার খেলে ৯ উইকেটে ১২৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

Comments

Popular posts from this blog

কমছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আজ

না ফেরার দেশে পাড়ি জমালেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী

শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও