চাকসুতে ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ প্যানেলে নির্বাচন করবে ছাত্রী সংস্থা


 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ প্যানেলে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে নির্বাচন করবেন তারা।



মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে চাকসু নির্বাচন কমিশনের অফিস থেকে ১২ পদে মনোনয়ন সংগ্রহ করেন তারা।


প্রীতিলতা হলে সংঘবদ্ধ ছাত্রী জোট প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজাবাহুল জান্নাত তারিন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা তাসনিয়া এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে থাকবেন ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফরিদা রিমা।


ভিপি পদ প্রার্থী মিজাবাহুল জান্নাত তারিন বলেন, আজ আমরা ১২ জন মিলে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। ইনশাল্লাহ দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ও পদ বণ্টনের সিদ্ধান্ত জানাবো।


এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আফরিদা রিমা বলেন, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ব্যানারে প্যানেল ঘোষণা করেছি। আমাদের হলে ডাইনিং সমস্যা, পাঠাগারে পর্যাপ্ত বইয়ের অভাব ও ছোট নামাজ রুমের মতো বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবো।


এদিকে মঙ্গলবার ছিল চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সময়সীমা থাকলেও শিক্ষার্থীদের ভিড়ের কারণে কার্যক্রম বাড়িয়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনের ভেতরে উপস্থিত শিক্ষার্থীদের মনোনয়ন সংগ্রহ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকে।


গত দুই দিনে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের মোট ১৬৯ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন রয়েছেন। তবে মঙ্গলবার শেষ দিনে কতজন শিক্ষার্থী মনোনয়ন নিয়েছেন, তা এখনও নির্বাচন কমিশন জানায়নি।


চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট শেষে শুরু হবে গণনা।


 News 📰 Bhaluka Television 📺

Comments

Popular posts from this blog

কমছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আজ

না ফেরার দেশে পাড়ি জমালেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী

শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও