টঙ্গীতে ফায়ার ফাইটার শামীমের পর মারা গেলেন নুরুল হুদাও


ফায়ার ফাইটার - নূরুল হুদা 
 

গাজীপুরের টঙ্গী বিসিক সাহারা মার্কেটে কেমিক্যাল গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের (৪০) পর এবার মারা গেলেন নুরুল হুদা (৩৮)। বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত নুরুল হুদা ময়মনসিংহের গফরগাঁও থানার আব্দুল মনসুরের ছেলে। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার ছিলেন।


টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটারের মৃত্যু, আরেকজনের অবস্থা আশঙ্কাজনকটঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটারের মৃত্যু, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক

এরআগে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা বার্ন ইউনিটে মারা যান শামীম আহমেদ (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম।


প্রসঙ্গত: সোমবার বিকেলে টঙ্গী বিসিক সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম (৪৭), পরিদর্শক জান্নাতুল নাইম (৪২), ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০), নূরুল হুদা (৪৫), জয় হাসান (২৫) ও পথচারি বাবু হাওলাদার (২০) এবং আশিক (১৭) আহত হন।


News 📰 Bhaluka Television 📺 

Comments

Popular posts from this blog

কমছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আজ

না ফেরার দেশে পাড়ি জমালেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী

শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও