আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে রাতে মাঠে নামবে বাংলাদেশ

 




সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। রোববার (৫ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। যদিও প্রথম দুই ম্যাচে দাপটের সঙ্গে জিততে পারেনি তারা। পর পর দুই ম্যাচেই ব্যাটিং ধসে হারের শঙ্কায় পড়েছিল টাইগাররা। তবুও শেষ পর্যন্ত জয় ধরা দিয়েছে টাইগারদের ডেরাতেই। এবার শেষ ম্যাচ জিতে শতভাগ সাফল্য নিয়ে সিরিজ শেষ করার লক্ষ্য লিটন-সোহানদের।

প্রথম ম্যাচে ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশকে সহজ জয়ের পথ দেখাচ্ছিলেন পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। কিন্তু এরপর ৯ রানের ব্যবধানে ৬ উইকেটের টপাটপ পতনে হারের শঙ্কায় পড়ে যায় টাইগাররা। অবশ্য শেষ দিকে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন দলকে খাদ থেকে টেনে তুলে বাংলাদেশের জয় নিশ্চিত করে।


দ্বিতীয় ম্যাচে ১৪৮ রানের সহজ লক্ষ্যে তাড়া করতে নেমে ব্যাটিং টপ অর্ডারের ব্যর্থতায় ২৪ রানেই ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তবে মিডল অর্ডারে জাকের আলি ও শামীম হোসেনের ৫৬ রানের জুটিতে চাপমুক্ত হয় টাইগাররা। অধিনায়ক জাকের ৩২ এবং শামীম ৩৩ রানে ফেরার পর ফিনিশার হিসেবে জয় নিশ্চিত করেন সোহান। তাকে যথাযথ সাপোর্ট দেন পেস বোলার শরিফুল। চার মেরেই বাংলাদেশের জয় নিশ্চিত করেন এই পেসার।

এই ম্যাচে যদি আফগানদের হারানো যায় তবে বেশ খুশিই হবেন টাইগার সমর্থকরা। কারণ ২০১৮ সালে এই দলের কাছেই হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ।

অবশ্য মুখোমুখি পরিসংখ্যানেও আফগানদের থেকে এগিয়ে আছে সোহানরা। ১৫ ম্যাচের মধ্যে ৮টিতেই জয় বাংলাদেশের। এরমধ্যে আবার গত তিন ম্যাচের তিনটিতেই বাংলাদেশের রয়েছে শতভাগ সাফল্য। এশিয়া কাপে তো বাংলাদেশের সঙ্গে হেরেই বিদায়ঘণ্টা বেজেছিলো আফগানিস্তানের।



Comments

Popular posts from this blog

কমছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আজ

না ফেরার দেশে পাড়ি জমালেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী

শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও