আট দলের ঐক্য আরো ‘সুদৃঢ়’, উজ্জীবিত নেতাকর্মী

 



আট দলের ঐক্য আরো ‘সুদৃঢ়’, উজ্জীবিত নেতাকর্মী

জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয় নিশ্চিতে প্রচারের অংশ হিসেবে বিভাগীয় সমাবেশ কর্মসূচি শেষ করেছে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দল। গত শনিবার সিলেটে সমাবেশের সমাপ্তির মধ্য দিয়ে ঢাকার বাইরের সাতটি বিভাগের এই কর্মসূচি সফল হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দলগুলোর নেতাকর্মীদের মতে, বিভাগীয় সমাবেশগুলোতে ব্যাপক লোকসমাগমের মাধ্যমে আট দলের কেন্দ্র থেকে তৃণমূলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এর মধ্য দিয়ে সংশ্লিষ্টদের ঐক্য আরো সুদৃঢ় এবং তৃণমূলে পাঁচ দফা দাবি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এতে অন্য দলগুলোর মাঝে আগ্রহ বেড়েছে এবং আট দলের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।


সংশ্লিষ্টরা জানান, বিভাগীয় সমাবেশ শেষ হওয়ার পর এবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আসন সমঝোতাসহ নতুন কর্মপন্থা নিয়ে বসবেন নেতারা। আজ সোমবার আন্দোলনরত আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।


সূত্রমতে, জুলাই সনদের আইনি ভিত্তিসহ বিভিন্ন দাবিতে গত ১৮ সেপ্টেম্বর থেকে অভিন্ন কর্মসূচি শুরু করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত আন্দোলন।


পরবর্তী সময়ে ইস্যুভিত্তিক আন্দোলনে এই ছয় দলের সঙ্গে আরো যুক্ত হয় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। পর্যায়ক্রমে যুগপৎ বিভিন্ন কর্মসূচি এবং সর্বশেষ গত ১১ নভেম্বর পাঁচ দফা দাবিতে রাজধানীতে একমঞ্চে শীর্ষ নেতাদের উপস্থিতিতে বড় সমাবেশ করে আটদল। পরে ঢাকার বাইরে সাত বিভাগে সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।


জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদের অন্যান্য দোসরদের কার্যক্রম নিষিদ্ধসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৩০ নভেম্বর রাজশাহী, ১ ডিসেম্বর খুলনা, ২ ডিসেম্বর বরিশাল, ৩ ডিসেম্বর রংপুর, ৪ ডিসেম্বর ময়মনসিংহ, ৫ ডিসেম্বর চট্টগ্রাম ও ৬ ডিসেম্বর সিলেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।


এসব সমাবেশে জামায়াতে আমির ডা. শফিকুর রহমান, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আট দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশগুলোতে ব্যাপক লোক সমাগমের মাধ্যমে আট দলের প্রতি জনসমর্থন প্রকাশ পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম আমার দেশকে বলেন, বিভাগীয় সমাবেশের মাধ্যমে আট দলের পাঁচ দফা দাবির ন্যায্যতা তৃণমূল পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়েছে। ঢাকার পর এসব সমাবেশে আট দলের অটুট ঐক্য দৃশ্যমান হয়েছে। এটি ফ্যাসিবাদবিরোধী অবস্থানে থাকা আট দলের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় হয়েছে।


সংশ্লিষ্টরা জানান, আট দলের বিভাগীয় সমাবেশ সফল হওয়ার মধ্য দিয়ে অন্যদলগুলোতেও আশা ও আস্থা বেড়েছে। এতে যুক্ত হতে এরই মধ্যে কিছু দল যোগাযোগ করছে। এ বিষয়ে আট দলের লিয়াজোঁ কমিটি বসে সিদ্ধান্ত নেবে।


আট দলের লিয়াজোঁ কমিটি সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আমার দেশকে বলেন, দেশের জনগণ চব্বিশের গণঅভ্যুত্থানের পর যে বৈষম্যহীন ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন বাস্তবায়ন একমাত্র ইসলামি শক্তির সরকার ক্ষমতায় এলে সম্ভব হবে। অন্য যারা চাঁদাবাজ বা সন্ত্রাসী গোষ্ঠী আছে, তাদের মাধ্যমে সম্ভব নয়।


তিনি বলেন, মাঠ পর্যায়ে ইসলামি শক্তির ঐক্য দেখে সাধারণ মানুষ আশাবাদী হয়েছে। এজন্য বিভাগীয় সমাবেশগুলোতে উপচেপড়া ভিড় দেখা গেছে।


আগামী নির্বাচন পর্যন্ত এই উদ্দীপনা ধরে রাখতে পারলে আরো দল যুক্ত হবে এবং জনসমর্থন নিয়ে সরকার গঠন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আসন সমঝোতা বিষয়ে এই নেতা বলেন, সব দল নিজেদের মতো করে প্রার্থী ঠিক করেছে। আগামী বৈঠকে বসলে এ বিষয়ে আলোচনা হবে। যার যার দলের প্রতিবেদন, চাহিদা এবং বিজয়ের সম্ভাবনার ভিত্তিতেই এই আলোচনা করা হবে। চলতি সপ্তাহেই বিষয়টি দৃশ্যমান হবে বলে তিনি প্রত্যাশা করেন।


শিথিল করা হচ্ছে আচরণবিধি, প্রচারে সুবিধা পাবেন প্রার্থীরাশিথিল করা হচ্ছে আচরণবিধি, প্রচারে সুবিধা পাবেন প্রার্থীরা

আন্দোলনরত আট দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ আমার দেশকে বলেন, আজ সোমবার বিকেলে খেলাফত মজলিসের কার্যালয়ে আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বিভাগীয় সমাবেশ পর্যালোচনা ও আগামী দিনের করণীয় এবং নির্বাচনসহ সার্বিক বিষয়ে আলোচনা হবে।


তিনি বলেন, ঢাকার পর সব বিভাগীয় সমাবেশে আমাদের আশার বাইরে বিপুল সাড়া পড়েছে। এর মাধ্যমে মানুষের কাছে পাঁচ দফা তুলে ধরা হয়েছে। পাশাপাশি নিজেদের ঐক্য তৃণমূল পর্যন্ত ছড়িয়েছে। আরো অনেক দল এতে যুক্ত হওয়ার জন্য আলোচনা করছে।


News 📰 Bhaluka Television 

Comments

Popular posts from this blog

কমছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আজ

না ফেরার দেশে পাড়ি জমালেন তিনবারের বিশ্বজয়ী হাফেজ সাইফুর রহমান ত্বকী

শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও