Posts

Showing posts from August, 2025

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২ । ভালুকা টেলিভিশন প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Image
ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।  বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন, ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় গ্রামের মৃত শামসুল হকের ছেলে সিএনজিচালক আব্দুল মতিন (৪৫) এবং একই এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে হাফিজ উদ্দিন (৫২)। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাগান এলাকায় উল্টো পথে আসা ঢাকামুখী ট্রাকের সঙ্গে বিপরীতমুখি একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী হাফিজ উদ্দিন নিহত হন। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ সিএনজিচালক আব্দুল মতিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ত্রিশাল থানার এসআই আবু তালেব ভূঁইয়া বলেন, উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতদের পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার বাদী হয়ে একট...

টাকা ছাপানো ও বিতরণে বছরে ব্যয় ২০ হাজার কোটি টাকা: গভর্নর

Image
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ফাইল ছবি   টাকা ছাপানো ও বিতরণে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (২৭ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন। গভর্নর বলেন, দেশে নগদ অর্থের চাহিদা প্রতি বছর প্রায় ১০ শতাংশ হারে বাড়ছে। এই চাহিদা মেটাতে গিয়ে টাকা ছাপানো ও বিতরণে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হচ্ছে। ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির জন্য স্মার্টফোনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমানে আর্থিক লেনদেন, বিল পরিশোধ বা যে কোনো অনলাইন সেবা নিতে স্মার্টফোন অপরিহার্য। তিনি জানান, ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যে ভালো মানের স্মার্টফোন বাজারে আনতে কাজ চলছে, যাতে শতভাগ মানুষ এ সুবিধার আওতায় আসে। এ লক্ষ্য পূরণে ইন্টারনেটের দাম কমানো ও সেবার মান উন্নত করার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। নগরায়ণ ও আবাসন খাত প্রসঙ্গে গভর্নর বলেন, দেশে এখনও কয়েক মিলিয়ন নতুন আবাসনের প্রয়োজন রয়েছে। মানুষ আর গ্রামে ফিরবে না-এটা ব...

শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করা জুলুম: বায়তুল মোকাররম খতিব

Image
  শিক্ষার্থীদের রাজনীতিতে ব্যবহার করাটা তাদের ওপর জুলুম বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশমূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। শিক্ষার্থীদের অধিকার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি বললে হয়তো আপনাদের কাছে তাজ্জব লাগতে পারে। ছাত্রদেরকে যে রাজনীতিতে ব্যবহার করা হয়, এটা ছাত্রদের উপর জুলুম। কলেজ ভার্সিটির ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা হয়, এটি তাদের সাথে অন্যায়। তিনি বলেন, এই যে প্রত্যেক রাজনৈতিক দলের ছাত্র দল (সংগঠন) আছে। তারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদের ব্যবহার করে। এটা ছাত্রদের উপর জুলুম। এমনকি ইসলামি দলগুলোও ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করছে। এটা অন্যায়। এটাও তাদের উপর জুলুম। এসময় তিনি তার বক্তব্যে বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ সব মানুষের অধিকার, মর্যাদা ও সম্মান রক্ষায় সকলকে কাজ করার আহ্বান জানান। সেমিনারটিতে 'নারীর অধিকার ও মর্যাদা; বর্তমান বাস্তবতা : আ...

সিলেট থেকে এখন পর্যন্ত ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার সারাদেশ | 14th August, 2025 2:47 pm

Image
  সিলেটে সমন্বিত অভিযানে এখন পর্যন্ত আনুমানিক ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে ক্রাশার মিলেও পাথর উদ্ধার কার্যক্রম চলছে। গতকাল বুধবার রাত ১০টার পর রাস্তায় থেকে পাথরবোঝাই ৭৮ টি ট্রাক থেকে আনুমানিক ৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়। এর আগে, ধলাই নদীর আশপাশে স্তুপ করে রাখা ১২ হাজার ঘনফুট পাথর নদীতে ফেলা হয়। জেলা প্রশাসন জানায়, উদ্ধার হওয়া পাথরগুলো ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় আগের মতোই বিছিয়ে দেয়া হবে। এদিকে, পাথর লুটের ঘটনায় বুধবার মধ্যরাতে কোম্পানিগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবেশকর্মী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্যমতে, এক বছরে সিলেট থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লুট হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য দুই শত কোটি টাকার বেশি।

উদ্ধার হওয়া ১২ হাজার ঘনফুট সাদা পাথর প্রতিস্থাপন। আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৩: ৫৭

Image
ছবি সংগৃহীত     সিলেটের পর্যটনকেন্দ্র সাদা পাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে ধলাই নদীর তীরবর্তী বিভিন্ন স্থান থেকে ১২ হাজার ঘনফুট লুটের পাথর উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা পাথর পুনরায় ধলাই নদীতে ফেলা হয়েছে। বুধবার রাত ১২টার পর থেকে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

সাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সারাদেশ | 14th August, 2025 11:09 am

Image
  উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। নিউজ -    ভালুকা টেলিভিশন   

ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফা ইয়াসমিন সৌমা (২১) আ*ত্ম'হ*ত্যা করেছেন

Image
                                  ছবি সংগৃহীত    তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফা ইয়াসমিন সৌমা  ময়মনসিংহ মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরিফা ইয়াসমিন সৌমা (২১) আ*ত্ম*হ*ত্যা করেছেন।  মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষ থেকে তার ম*রদে*হ উ*দ্ধা*র করা হয়। সৌমা খুলনা খালিশপুরের তায়েদুর রহমান এবং ফাতেমা আক্তার দম্পতির মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম।  পুলিশ জানায়, সৌমা শরীরে ই*নজে*কশন প্রয়োগ করে আ*ত্মহ*ত্যা করেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সু*ই*সা*ইড নোট ও ই*নজে*কশ*ন সি*রিঞ্জ উ*দ্ধার করেছে। প্রায় ৪-৫ পৃষ্ঠার দীর্ঘ এই সু*ই*সাই*ড নোটে তিনি তার মা*নসিক চা*প ও ব্যক্তিগত জীবনের নানা ক*ষ্টের কথা লিখে গেছেন। সহপাঠী ও বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায়, সৌমা দীর্ঘদিন ধরে পড়াশোনা এবং ব্যক্তিগত বিভিন্ন কারণে মা*নসিক চা*পে ভু*গছিলেন। তার এমন অ*স্বা*ভাবিক মৃ*ত্যুর ঘটনায় সহ...

ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন আল জাজিরার ৫ সংবাদকর্মী আন্তর্জাতিক | 11th August, 2025 9:15 am

Image
  ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে নিহত হয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে আইডিএফ। হামলার বিষয়ে আল জাজিরার দেয়া তথ্যের বরাতে আরও জানা যায়, রোববার গাজার আল-শিফা হাসপাতালের বাইরে সাংবাদিকদের অস্থায়ী তাঁবুতে হামলা চালায় আইডিএফ। এতে আরও ৫ সংবাদকর্মীসহ নিহত হয়েছেন অন্তত ৭ জন। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাসের একটি ঘাঁটিতে হামলার সময় নিহত হন ওই সাংবাদিক। তার বিরুদ্ধে হামাসের সাথে সম্পৃক্ততা ও ইসরায়েলি সেনা ও দখলদারদের ওপর হামলার পরিকল্পনার অংশ হিসেবে কাজ করার অভিযোগ তুলেছে আইডিএফ। যা তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে আল-জাজিরাসহ অন্যান্য বেশ কয়েকটি সংবাদমাধ্যম। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের বহু গণমাধ্যম কর্মী। নিউজ -   ভালুকা টেলিভিশন   

নতুন ১০০ টাকার নোট বাজারে আসছে মঙ্গলবার

Image
ছবি সংগৃহীত  ১০০০, ৫০ এবং ২০ টাকার নতুন নোটের পর এবার আগামী মঙ্গলবার থেকে বাজারে ১০০ টাকার নতুন নোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের নতুন ডিজাইন ও সিরিজে সব মূল্যমানের নতুন নোট মুদ্রণের কার্যক্রম গ্রহণ করেছে। তার ধারাবাহিকতায়, ১০০০, ৫০ ও ২০ টাকার নোটের পর ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষরিত করা ১০০ টাকার নতুন নোট এবার বাজারে প্রচলন করা হবে। আরও বলা হয়, আগামী ১২ আগস্ট প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে দেশের অন্যান্য অফিস থেকে নতুন ১০০ টাকার নোট ইস্যু করা হবে বলে জানানো হয়েছে। নিউজ - ভালুকা টেলিভিশন 

পাকিস্তান সেনাপ্রধাপাকিস্তাননের হুমকি ভারত নদীতে বাঁধ দিলে মিসাইল ছুড়বে পাকিস্তান আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১: ০৭

Image
  ছবি সংগৃহীত   পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির বলেছেন, ভারত নদীতে বাঁধ নির্মাণ করলে আমরা ১০টি মিসাইল ছুড়ে ধ্বংস করে দেব। রোববার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মাত্র দুই মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান। দেশটির রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন তিনি।

‘আজকাল মানুষ অন্যায়ের প্রতিরোধ না করে ভিডিও করতে ব্যস্ত থাকে’ জাতীয় | 10th August, 2025 2:42 pm

Image
                            স্বরাষ্ট্র উপদেষ্টা -  লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গিয়েছি। আগে কোনও ঘটনা ঘটলে প্রতিরোধ করা হতো। আজকাল বিষয়টি কমে গেছে। কোনও ঘটনা ঘটলে মানুষ এখন ভিডিও করতে ব্যস্ত থাকে। অন্যায়ের ভিডিও না করে মোবাইল ছুঁড়ে মারলেও একটা প্রতিরোধ অন্তত হয়। রোববার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমনটা বলেন তিনি। তিনি বলেন, গাজীপুরে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। আমাদের সমাজে এ ধরণের ঘটনা ঘটুক কেউ চিন্তাও করতে পারে না। তবে যে জীবন চলে গেছে তার তো কোনও ক্ষতিপূরণ দেয়া সম্ভব নয়। এ ঘটনায় জড়িত বেশিরভাগকে গ্রেফতার করা হয়েছে। তাদের শাস্তি নিশ্চিতে যেসব ব্যবস্থা নেয়া দরকার সব নেয়া হবে। পাবলিক চার্টার আইন আছে, সে অনুযায়ী জনগনকে সচেতন করতে হবে। যাতে এ ধরনের ঘটনায় প্রতিরোধ করা যায়। এ সময় এসব অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সচেতন করার আহ্বান জানান স্...

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে ৮ সারাদেশ | 9th August, 2025 5:31 pm

Image
নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িত আসামি শহিদুলকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব। এ নিয়ে এই হত্যা মামলায় মোট গ্রেফতার ৮ জনকে গ্রেফতার করা হলো। শনিবার (৯ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়। এর আগে, শুক্রবার দিবাগত রাতে তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আরও ২ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারও আগে শুক্রবার দুপুরে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, শুক্রবার সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়। নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে। তখন তুহিন নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহ...

আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাবমুক্ত: ধর্ম উপদেষ্টা জাতীয় | 9th August, 2025 4:06 pm

Image
  ধর্ম উপদেষ্টা - আ ফ ম খালেদ হোসাইন  আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাবমুক্ত, এমন ঘোষণা দিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর বি এম এ মিলনায়তনে আয়োজিত শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের ‘জাতীয় কনফারেন্সে’ অংশ নিয়ে এ কথা বলেন তিনি। কনফারেন্সে সংগঠনের নেতৃবৃন্দ উপদেষ্টার কাছে তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবী তুলে ধরেন। ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদ কমিটির স্বৈরাচারিতা বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে। যা শীঘ্রই মন্ত্রণালয় থেকে গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, বাইতুল মোকাররম মসজিদ সংস্কারে ১৯০ কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, তবে মূল কাঠামো ঠিক রেখে সৌন্দর্য্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে। নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের তুচ্ছ তাচ্ছিল্য করার আর সুযোগ নেই।

জানা গেল সাংবাদিক তুহিন হত্যার কারণ।

Image
ভালুকা টেলিভিশন প্রকাশিত: শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫ , ১২:০৬ পিএম < গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় নতুন তথ্য বেরিয়ে এসেছে।    প্রাথমিক ধারণা ছিল চাঁদাবাজির নিউজ করার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানিয়েছে, এর কারণ নারী ঘটিত বিষয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় এক মহিলাকে মারধর করার সময় সাংবাদিক তুহিন তার মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করছিলেন। এ সময় হামলাকারীরা তাকে ভিডিও মুছে ফেলার জন্য চাপ দেয়। তুহিন ঘটনাস্থল থেকে চলে গেলেও হামলাকারীরা তাকে অনুসরণ করে এবং পরে একটি চায়ের দোকানে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহত সাংবাদিক তুহিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। জুমার নামাজের পর জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদিকের স্ত্রী আটক

Image
আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেয়া হয়েছে। বুধবার (৬ আগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য জানায় ডিবি সূত্র। ডিবি জানায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন হলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিনকে তাদের হেফাজতে নেয়া হয়েছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণে অংশ দেয়ার সময় মেজর সাদিকের সঙ্গে অংশ নিতেন তার স্ত্রী সুমাইয়া জাফরিন। এ ঘটনায় সাদিককে হেফাজতে নেয় সেনাবাহিনী। পরে তার স্ত্রীকে আটক করে পুলিশ। প্রসঙ্গত, ওই কনভেনশন সেন্টারে গোপন বৈঠকের পর নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করে ডিবি। এ ঘটনায় ভাটারা থানায় মামলা করেছে পুলিশ।