Posts

Showing posts from September, 2025

দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, চলবে আরও ৩ দিন

Image
  পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এভাবে আগামী অন্তত তিন দিন বৃষ্টি হতে পারে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ভারী বৃষ্টিপাত হয়েছে। তবে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকায়—২০৬ মিলিমিটার। আজ বুধবার (১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। অন্যদিকে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,...

রাতভর বৃষ্টি, রাজধানীতে সড়কে জলাবদ্ধতা

Image
  মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার পর শুরু হওয়া বৃষ্টি ভোর পর্যন্ত অব্যাহত থাকে। বিরামহীন বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোর থেকেই দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। টানা বৃষ্টিতে এয়ারপোর্ট, বিজয় সরণি, কালশী, কাজীপাড়ার বিভিন্ন সড়কে পানি জমে গেছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

ইসরায়েলকে নিষিদ্ধ করতে ৫০ খেলোয়াড়ের চিঠি

Image
                  ইসরাইলে ফুটবল দল । ফাইল ছবি               খেলাধুলায় ইসরায়েলকে নিষিদ্ধ করতে সরব হয়েছেন আন্তর্জাতিক খেলোয়াড়রা। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করতে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে চিঠি দিয়েছেন ৫০ জন সাবেক ও বর্তমান খেলোয়াড়। এ তালিকায় আছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলী, ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লি ও ফরাসি মিডফিল্ডার পল পগবাসহ সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড়রা। ফিলিস্তিনের গাজায় নৃশংস গণহত্যার কারণে সাম্প্রতিক সময়ে ইসরায়েলকে বিশ্ব ফুটবল থেকে নিষিদ্ধের দাবি উঠেছে। এর আগে, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করতে ফিফা, উয়েফাসহ বিভিন্ন দেশের ফুটবল সংস্থার কাছ চিঠি দেয় তুর্কিয়ে ফুটবল ফেডারেশন।

বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে ৩ প্যাকেজ ঘোষণা

Image
আগামী বছরের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন প্রকার হজ প্যাকেজের দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে এ প্যাকেজ ঘোষণা করেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার । সেখানে বিশেষ হজ প্যাকেজ ৫১ হাজার টাকা বাড়িয়ে ৭ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। এছাড়া সাধারণ হজ প্যাকেজ ২৭ হাজার টাকা বেড়ে ৫ লাখ ৫০ হাজার এবং সাশ্রয়ী হজ প্যাকেজ হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা।এই প্যাকেজের মধ্য হজযাত্রীদে খাওয়া ও কোরবানিসহ খরচ ধরা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের খাবার খরচ প্যাকেজের বাইরে থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সার্ভিসের জন্য খাবারের মূল্য প্রতিটি প্যাকেজের অন্তর্ভুক্ত বলেও জানান হাব মহাসচিব।  

যারা ভোট বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের চিহ্নিত করবে

Image
                     সালাউদ্দিন আহমেদ।                            দেশের মানুষ এখন নির্বাচনমুখী; আর যারা ভোট বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের চিহ্নিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ জানান, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। সব ধর্ম ও বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি। সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পুর্নাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। এ সময়, সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, দেশের জনগণ নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরাও জনসংযোগ করছেন। কোনও দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। দেশের গণতন্ত্র প্রক্রিয়া উত্তরণে বা...

খাগড়াছড়িতে আজও চলছে ১৪৪ ধারা, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

Image
  খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো বলবৎ রয়েছে ১৪৪ ধারা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জুম্ম ছাত্র-জনতার অবরোধ শিথিল থাকলেও চলছে না কোন অভ্যন্তরীন বা দুরপাল্লার গাড়ি। তবে খাগড়াছড়িতে হামলা, ভাংচুর ও রামগড়ে বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা হয়নি। গুইমারায় সংঘর্ষে আহত ১৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে, বান্দরবান ও রাঙ্গামাটির জনজীবন স্বাভাবিক রয়েছে। গত শনিবার খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণের প্রতিবাদে জুম্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ চলাকালে সংঘর্ষ-হামলা হয়। তখন খাগড়াছড়ি সদর, পৌর এলাকা ও গুইমারা এলাককায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

ওয়েস্ট ইন্ডিজকে ৮৩ রানে গুটিয়ে সিরিজ নিশ্চিত করলো নেপাল

Image
  টি-টোয়েন্টির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতো হারিয়ে ঐতিহাসিক সিরিজ নিশ্চিত করলো আইসিসির সহযোগী দেশ নেপাল। সোমবার (২৯ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ৮৩ রানে গুটিয়ে দিয়েছে। আইসিসির অন্য সহযোগী দেশগুলোর বিপক্ষে আটটি টি-টোয়েন্টি সিরিজ খেলে চারটিতে জিতেছে তারা, হেরেছে তিনটি, একটিতে করেছে ড্র। তবে এবার টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই প্রথম তাদের সিরিজ জয়। ভারতে টেস্ট সিরিজের কারণে ক্যারিবিয়ানদের নিয়মিত অধিনায়ক শেই হোপসহ তারকা ক্রিকেটারদের কয়েকজন খেলছেন না এই সিরিজে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। আসিফ শেখ ৬৮ ও সন্দীপ জোরা ৬৩ রানের ওপর ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান তোলে তারা। এই দুজনের জুটিতে আসে ৬৬ বলে ১০০ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা একে একে উইকেট হারাতে থাকে। ১৭.১ ওভারে ৮৩ রান তুলতেই গুটিয়ে যায় তারা। ৪ ওভারে ২৪ রান দিয়ে নেপালের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আদিল আলম। ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন কুশল ব্রুতেল। এর আগে, প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯ রানে জিতেছি...

নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার

Image
  নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার জাতীয় | 29th September, 2025 7:15 pm আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোলিং এজেন্টদের ট্রেনিং ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যুক্তরাজ্য সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এমনটাই জানান তিনি। সারাহ কুক বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য। অপরদিকে, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সাথে বৈঠক করেছেন ইইউ এর প্রাক-নির্বাচনি বিশেষজ্ঞ দলের প্রতিনিধিরা। বৈঠক শেষে আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য ইইউ ও নির্বাচন কমিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এ সময়, তফসিল ঘোষণার পর বিভিন্ন সময় আলাদা আলাদাভাবে ভাগ হয়ে পর্যবেক্ষকরা আসবেন বলেও জানান তিনি। News 📰 Bhaluka Television 📺 

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩৫

Image
  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩৫ জন। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে) ও বরিশাল বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৫৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২১ জন, বরিশাল বিভাগে ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৫ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, খুলনা বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ১৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে, রোববার (২৮ সেপ্টেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৯৫ জনের মৃত্যু হয়েছে। 

লিবিয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয়

Image
  ফাইল - ছবি  লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করেছে। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে মনোনীত এ প্রতিযোগী পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে পুরস্কারস্বরূপ ৫০ হাজার লিবিয়ান দিনার লাভ করে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে লিবিয়ার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশের ১২০ জন প্রতিযোগী অংশ নেন। চূড়ান্ত পর্বে মোট ১৮ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী, সচিব, সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপুলসংখ্যক জনসাধারণ। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী (হাফিযাহুল্লাহ)-এর প্রতিনিধি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী মাসউদুর রহমান প্রতিযোগিতায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেন। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে লিবিয়ার এ প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে বা...

২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা, কমল হজযাত্রীদের জন্য বিমান ভাড়া

Image
  এবার ২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় কম। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন এ কথা বলেন। হজযাত্রীদের জন্য ৩টি প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম উপদেষ্টা। সেগুলো হলো- প্যাকেজ-১ এর খরচ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২ এর খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-৩ এর খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। এ ছাড়াও বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ রয়েছে, যেখানে খরচ পড়বে ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। ধর্ম উপদেষ্টা জানান, এ বছরের ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু হয়েছে, ১২ অক্টোবরের মধ্যে শেষ হবে। আর ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে হজের ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে এবং ১৮ এপ্রিল থেকে প্রথম হজ ফ্লাইট শুরু হবে। হজযাত্রীদের উদ্দেশে পরামর্শ দিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সত্তরোর্ধ্ব বয়সীদের এবার হজে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। এরপরেও কেউ যেতে চাইলে তাকে সঙ্গে একজন সহযাত্রী নিতে হবে এবং সরকারি হাসপাতালে চিকিৎসকের ব্যবস্থ...

শিগগিরই গঠন হচ্ছে নতুন ২ বিভাগ, বাড়ছে উপজেলার সংখ্যাও

Image
ফাইল- ছবি   ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন দুটি প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার পথে এগোচ্ছে সরকার। সেই সঙ্গে নতুন দুটি উপজেলা গঠনের সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠক অনুষ্ঠিত হতে পারে এবং সেখানেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সূত্র মতে, জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহে নিকার বৈঠক হতে পারে। এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা শহরের নামেই নতুন দুটি প্রশাসনিক বিভাগ এবং নতুন দুটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়। জনপ্রশাসন সংস্কার কমিশন ইতিমধ্যে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে ফরিদপুর বিভাগ গঠন এবং কুমিল্লা বিভাগের জন্য ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর নাম প্রস্তাব করেছে। বর্তমানে দেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ আছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। এর মধ্যে সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগ হ...

এশিয়া কাপের ফাইনালে রোববার (২৮ সেপ্টেম্বর) মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

Image
  এশিয়া কাপের ফাইনালে আজ রোববার রাতে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। এশিয়া কাপ: ফাইনাল ভারত-পাকিস্তান রাত সাড়ে ৮টা, টি স্পোর্টস ও নাগরিক জাতীয় লিগ টি-টোয়েন্টি ঢাকা মহানগর-খুলনা সকাল সাড়ে ৯টা, টি স্পোর্টস ঢাকা বিভাগ-সিলেট বেলা দেড়টা, টি স্পোর্টস বিশ্বকাপ বাছাই: টি-টোয়েন্টি জিম্বাবুয়ে-বোতসোয়ানা বিকেল ৫টা ৫০ মিনিট, আইসিসি টিভি ওয়েবসাইট ইংলিশ প্রিমিয়ার লিগ অ্যাস্টন ভিলা-ফুলহাম সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ নিউক্যাসল-আর্সেনাল রাত সাড়ে ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা বার্সেলোনা-সোসিয়েদাদ রাত সাড়ে ১০টা, বিগিন অ্যাপ সিরি আ রোমা-হেল্লাস সন্ধ্যা ৭টা, ডিএজেডএন এসি মিলান-নাপোলি রাত ১২টা ৪৫ মিনিট., ডিএজেডএন News 📰 Bhaluka Television 📺 

কমছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আজ

Image
  আজ ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করবে সরকার। ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিকাল ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ প্যাকেজ ঘোষণা করবেন। শনিবার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এবার সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করা হবে। এক্ষেত্রে চলতি সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। আগের ঘোষণায় সাধারণ হজ প্যাকেজ-১ এ খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২ এ খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ নির্ধারিত ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজ প্যাকেজে খরচ কিছুটা কমানো হবে। অন্যদিকে চলতি বছরের মতো আগামী বছরও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য একটি প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হবে। হজ এজেন্সিগুলো এর নিচে কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবে না। আজ বিকালে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা হওয়ার কথা রয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে ধর্মবিষয়ক উপদেষ্টা এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার...

টঙ্গীতে গুদামে আগুন: চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নাঈমের মৃত্যু

Image
  গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (অফিসার) খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) মৃত্যুবরণ করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হন শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল তার। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারজন আহত হয়েছিলেন। এ নিয়ে নাঈমসহ মারা গেলেন তিন জন। গত ২৩ সেপ্টেম্বর ফায়ারফাইটার শামীম আহমেদ ও ২৪ সেপ্টেম্বর ফায়ারফাইটার নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সর্বশেষ দেশের তরে আত্মত্যাগ করলেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর জান্নাতুল নাঈম। খন্দকার জান্নাতুল নাঈম ২৪ আগস্ট ১৯৮৮ সালে শেরপুর জেলার নকলা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের খন্দকার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি মোল্লার টেক উদয়ন বিদ্যালয় থেকে ২০০৪ সালে এসএসসি ও ফুলপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্...

গাজায় একদিনে ৬০ ফিলিস্তিনির প্রাণহানি

Image
  গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৬০ ফিলিস্তিনির এবং আহত হয়েছেন আরও ১৪২ জন। গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল-জাজিরা। আল-ওয়েহদা স্ট্রিট, শাতি ক্যাম্প এবং নাসর পাড়াসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শহরের পশ্চিমে আবাসিক রেমাল পাড়াতেও একটি হামলা হয়েছে। শুধুমাত্র গাজা সিটিতে প্রাণ হারিয়েছে ৩০ জন। ধ্বংসস্তুপের মধ্যে চাপা পড়ে আছে আরও অনেকে। প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়া উদ্ধার কাজ চালাচ্ছেন স্থানীয়রা। অ্যাম্বুলেন্সকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। জাতিসংঘে বিশ্বনেতারা যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও, নিন্দা-সমালোচনার তোয়াক্কা না করে ইসরায়েল গাজায় আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে। সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালেও গাজায় মুহূর্তে মুহূর্তে বিমান হামলা চালানো হচ্ছে। প্রসঙ্গত, এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনির মোট নিহতের সংখ্যা ৬৫ হাজার ৫৪৯ জন এবং আহতের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন। News 📰 Bhaluka Television 📺 

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জানালেন ড. ইউনূস

Image
  পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে দেয়া ভাসণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার দিকে তিনি বাংলাতে ভাষণ দেয়া শুরু করেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি, কখনও ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি। কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে। আজ আমি সতর্ক করছি— চরম জাতীয়তাবাদ, অন্যের ক্ষতি হয় এমন ভূরাজনীতি এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ঔদাসীন্য বহু দশকের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দিচ্ছে। ‘এর সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখছি গাজায়। শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, হাসপাতাল, স্কুলসহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সঙ্গে আমরাও একমত যে আমাদের চোখের সামনেই একটি নির্ব...

নিখোঁজের ১০৪ ঘণ্টা পর খোঁজ মিলল জুলাই যোদ্ধা মামুনের

Image
  রাজধানীর তুরাগ থেকে নিখোঁজের ১০৪ ঘণ্টা পর নারায়ণগঞ্জের পূর্বাচল থেকে জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর পূর্বাচল ১ নম্বর মসজিদ থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর তুরাগের হানিফ আলী মোড় এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাওলানা মামুনুর রশীদ। তিনি তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানে উত্তরার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এ ঘটনায় এদিন ২০২৫ তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেন মাওলানা মামুনের স্ত্রী খাদিজা। এদিকে মামুনের সন্ধান চেয়ে শুক্রবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে তার পরিবার। জুলাই যোদ্ধা মামুনকে ফিরে পেতে স্বজনদের আহাজারিজুলাই যোদ্ধা মামুনকে ফিরে পেতে স্বজনদের আহাজারি মামুনের স্ত্রী খাদিজা কান্নাজড়িত কণ্ঠে বলেন, পাঁচদিন ধরে আমার স্বামীকে পাচ্ছি না। আমি কোথায় গেলে সন্তানদেরকে তার বাবাকে ফিরিয়ে দিতে পারব? সরকার কী পারে না মাওলানা মামুনকে ফিরিয়ে দিতে? আমার স্বামীকে ছাড়া অসহায় হয়ে পড়েছি। আমাদের মাদরাসা বন্ধ হওয়ার উপক্রম। আমা...

ঢাকার সঙ্গে দিল্লির উত্তেজনার কারণ শেখ হাসিনা, নিউইয়র্কে প্রধান উপদেষ্টা

Image
  গত বছরের ছাত্র-জনতার আন্দোলনকে ভারত পছন্দ করেনি। ফলে ঢাকার ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। ভারতীয় মিডিয়ায় ‘ভুয়া’ প্রতিবেদন উত্তেজনা আরও বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে এশিয়া সোসাইটি অ্যান্ড পলিসি ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভারত থেকে প্রচুর ভুয়া খবর এসেছে। ছাত্র-জনতার আন্দোলনকে ইসলামিক আন্দোলন বলেও প্রচারণা চালানো হয়েছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। যিনি সমস্যা তৈরি করেছেন। এটি দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। সার্ক প্রসঙ্গে ড. ইউনূস বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করতে হবে। তাতে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্য এবং সমুদ্র প্রবেশের জন্য সেতু হিসেবে কাজ করবে। তবে নয়াদিল্লির রাজনৈতিক প্রতিরোধ আঞ্চলিক সহযোগিতাকে বাধাগ্রস্ত করছে। নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। ১৫ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ১২ কোটি ৬০ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্র...

৩০ হাজার হাফেজের মধ্যে দেশসেরা হলেন মুনাজ্জিদ

Image
  আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মেধাবী ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ। হাফেজ মুনাজ্জিদ কটিয়াদী পৌরসদরের ভোগপাড়া গ্রামের ব্যবসায়ী মাসুম রানার একমাত্র ছেলে ও কিশোরগঞ্জ বত্রিশ মারকাযুল উম্মাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার ছাত্র। বিজ্ঞাপন জানা গেছে, হাফেজ মুনাজ্জিদ বয়স ১৩ বছর। কটিয়াদী দাওয়াতুল হক কওমি মাদ্রাসা থেকে ১৪ মাসে কুরআনে হাফেজ হয়েছেন। বর্তমানে কিশোরগঞ্জ বত্রিশ মারকাযুল উম্মাহ তাহফিজুল কুরআন মাদ্রাসায় অধ্যয়নরত। গত শনিবার রাজধানীতে আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০ হাজার হাফেজ অংশ নেন। তাদের মধ্য থেকে প্রথম স্থান অর্জন করে কটিয়াদীর ১৪ মাসে হাফেজ মুনাজ্জিদ দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে। পিতা মাসুম রানা জানান, আমার একমাত্র ছেলে ১৪ মাসে কুরআনের হাফেজ হয়েছেন। আমার ছেলে যেন দেশসেরা মাওলানা হতে পারে সেই জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। উপজেলা জামায়াতে ইসলামী কটিয়াদীর আমির অধ্যাপক মোজাম্মেল...

গাজাগামী নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’র সুরক্ষায় সামরিক নৌযান পাঠিয়েছে ইতালি ও স্পেন

Image
  গাজাগামী ত্রাণবাহী নৌবহর সুমুদ ফ্লোটিলার সুরক্ষায় সামরিক নৌযান পাঠিয়েছে ইতালি ও স্পেন। এরই মধ্যে নৌবহরের উদ্দেশে রওনা দিয়েছে নৌযানগুলো। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। এতে বলা হয়, বহরে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দেয়া ছাড়াও উদ্ধার অভিযান পরিচালনা করবে নৌযান দুটি। এর আগে, তিউনিসিয়া ও গ্রিস উপকূলে বেশ কয়েকবার ড্রোন হামলা চালানো হয় সুমুদ ফ্লোটিলা লক্ষ্য করে। এতে জাহাজগুলোর কয়েকটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। সুরক্ষার দাবিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানায় এতে উপস্থিত মানবাধিকারকর্মীরা। যার ফলশ্রুতিতে এই সিদ্ধান্ত স্পেন ও ইতালির। প্রসঙ্গত, গতকাল নৌযানগুলোর কাছাকাছি বিস্ফোরণের শব্দ এবং আকাশে ইসরায়েলি ড্রোন উড়ার খবর পাওয়া গিয়েছে বলে জানায় আল জাজিরা। তিউনিসিয়া, গ্রীস ও অন্যান্য দেশ থেকে যাত্রা শুরু করার পর সুমুদ ফ্লোটিলার বেশিরভাগ জাহাজ একসাথে চলাচল করছিল। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের তথ্য অনুযায়ী, শেষ খবর পাওয়া পর্যন্ত তারা গ্রিসের ক্রেট দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিয়ে এগিয়ে চলছিল। উল্লেখ্য, স্পেনের বার্সেলোনা থেকে ত্রাণ সহকারে গাজার উদ্দেশে যাত্র...

জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশীদ ৩ দিন ধরে নিখোঁজ

Image
  জুলাই আন্দোলনের সক্রিয়কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ নিখোঁজ হওয়ার তিন দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় স্বজন ও স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা রাজধানীর উত্তরায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বুধবার বিকেলে উত্তরার বিএনএস সেন্টারের সামনে আয়োজিত এক মানববন্ধনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ মামুনকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান বক্তারা। মানববন্ধনে উপস্থিত হয়ে মামুনের স্ত্রী খাদিজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে ছাড়া আমরা অসহায় হয়ে পড়েছি। আমার সন্তান সারাক্ষণ বাবার খোঁজ করে। কেন আমার স্বামীকে গুম করা হলো? আমি আমার স্বামীকে ফেরত চাই। এসময় তিনি নিরাপদে স্বামীকে ফিরে পাওয়ার জন্য প্রশাসন ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে অংশ নিয়ে মামুনের বাবা সন্তানের জীবিত ফেরার আকুতি জানান। স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, চব্বিশ পরবর্তী বাংলাদেশকে আমরা গুম-খুনের বাংলাদেশ হিসেবে দেখতে চাই না। প্রশাসনকে স্পষ্ট জানাতে চাই মাওলানা মামুনকে...

আফগান প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধিদলের সাক্ষাৎ; ইসলামী আইন নিয়ে আলোচনা

Image
  ইসলামিক আমিরাত আফগানিস্তানের প্রধান বিচারপতি শায়খ আবদুল হাকিম হাক্কানির সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ থেকে সফররত শীর্ষস্থানীয় ইসলামি আলেমরা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির সুপ্রিম কোর্টে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রসপার আফগানিস্তানের তত্ত্বাবধানে আয়োজিত এই সফরে উভয় পক্ষ ইসলামী আইন ও হানাফি ফিকহের অভিন্ন ঐতিহ্য, বিচারব্যবস্থার কাঠামো এবং সমকালীন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে আফগানিস্তানের শরিয়াভিত্তিক বিচারপ্রক্রিয়ার ধাপ, আপিল কাঠামো ও বিচার বিভাগের গঠন নিয়ে উলামারা গভীর আগ্রহ প্রকাশ করেন। প্রধান বিচারপতি হাক্কানি বলেন, শরিয়াভিত্তিক শাসন কায়েমের জন্য স্বাধীন ক্ষমতা অপরিহার্য। ইনসাফই ইসলামি সরকারের মূল দায়িত্ব, আর এ ইনসাফ হতে হবে নিরপেক্ষ। জাতি, ভাষা বা মাযহাবের ঊর্ধ্বে। তবে ইনসাফ নিশ্চিত করার আগে নিরাপত্তা প্রতিষ্ঠা অপরিহার্য; শান্তি ছাড়া জনগণ ন্যায়বিচার পায় না। বাংলাদেশি প্রতিনিধি দলের সদস্য মুফতি মাহবুবুল্লাহ কাসেমী বলেন, আমাদের দেশে হানাফি ফিকহ শিক্ষার সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। কিন্তু প্রথমবার আমরা প্রত্যক্ষ কর...

টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটারের, অবস্থা আশঙ্কাজনক

Image
  গাজীপুরের টঙ্গী বিসিক সাহারা মার্কেটে কেমিক্যাল গুদামে আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০) মারা গেছেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম। তিনি জানান, মঙ্গলবার বিকেলে সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে তিনিসহ টঙ্গী ফায়ার সার্ভিসের পরিদর্শক জান্নাতুল নাইম (৪২), ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০), নূরুল হুদা (৪৫), জয় হাসান (২৫) ও পথচারী বাবু হাওলাদার (২০) এবং আশিক (১৭) আহত হন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শামীম আহমেদের মৃত্যু হলো। তবে নূরুল হুদার অবস্থাও আশঙ্কাজনক। প্রসঙ্গত: সোমবার বিকেলে টঙ্গীর বিসিক সাহারা মার্কেটে ফেমাস কেমিক্যাল নামক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেমিক্যালের ড্রাম বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে ফায়ারকর্মীসহ পথচারীরা অগ্নিদগ্ধ হন।

টঙ্গীতে ফায়ার ফাইটার শামীমের পর মারা গেলেন নুরুল হুদাও

Image
ফায়ার ফাইটার - নূরুল হুদা    গাজীপুরের টঙ্গী বিসিক সাহারা মার্কেটে কেমিক্যাল গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের (৪০) পর এবার মারা গেলেন নুরুল হুদা (৩৮)। বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত নুরুল হুদা ময়মনসিংহের গফরগাঁও থানার আব্দুল মনসুরের ছেলে। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার ছিলেন। টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটারের মৃত্যু, আরেকজনের অবস্থা আশঙ্কাজনকটঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটারের মৃত্যু, আরেকজনের অবস্থা আশঙ্কাজনক এরআগে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা বার্ন ইউনিটে মারা যান শামীম আহমেদ (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম। প্রসঙ্গত: সোমবার বিকেলে টঙ্গী বিসিক সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম (৪৭), পরিদর্শক জান্নাতুল নাইম (৪২), ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০), নূরুল হুদা (৪৫), জয় হাসান (২৫) ও পথচারি বাবু হাওলাদার (২০) এবং আশিক (১৭) আহত হন। News 📰 Bhaluka Television 📺 

ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ১৫৭ দেশ, বাংলাদেশ ১৯৮৮ সালে

Image
  ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে এখন পর্যন্ত জাতিসংঘের ১৫৭টি সদস্য দেশ স্বীকৃতি দিয়েছে, যা সদস্য দেশগুলোর ৮১ শতাংশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, অ্যান্ডোরা ও বেলজিয়াম আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। খবর আলজাজিরা। এর আগে কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল এবং যুক্তরাজ্যও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। গত রোববার (২১ সেপ্টেম্বর) যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঁচটি স্থায়ী সদস্যদেশের মধ্যে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। ১৯৮৮ সালের ১৫ নভেম্বর ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা দেয়ার পর জাতিসংঘের যে ১৩৭টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তার একটি ছিল বাংলাদেশ। ১৯৮৮ সালের ১৬ নভেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বাংলাদেশ। কোন দেশ কবে স্বীকৃতি দিয়েছে এ পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে এশিয়া, আফ্রিকা, লাতিন ও মধ্য আমেরিকার দেশই বেশি। ২০২৫ সালে — ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, বেলজিয়াম, অ্যান্ডোরা, প...

যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা প্রত্যাখ্যান খামেনির

Image
  পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টেলিভিশনে দেয়া এক ভাষণে এমনটাই জানিয়েছেন তিনি। আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, এই পরিস্থিতিতে মার্কিন সরকারের সাথে আলোচনা কোনোভাবেই আমাদের জন্য উপকারী কিছু নয়। আর এটি আমাদের কোনো ক্ষতির হাত থেকেও তা ঠেকাবে না। বরং দেশের জন্য তা অপূরণীয় ক্ষতির কারণও হতে পারে। অপরপক্ষ আলোচনায় না বসলে নানা হুমকি দিচ্ছে। এসব হুমকি আমলে নিলে নিজেদের দুর্বলতাই প্রকাশ পাবে। আমেরিকা সবকিছুতেই প্রতিশ্রুতি ভঙ্গ করে, সবকিছুতেই মিথ্যা বলে, প্রতারণা করে, সামরিক আগ্রাসনের হুমকি দেয়। সুযোগ পেলে তারা আরও মানুষ হত্যা করবে এবং পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালাবে। এই ধরনের পরিস্থিতিতে, তাদের সাথে আলোচনা করা অসম্ভব। এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবেন না। এ সময়, তেহরানকে ‘বিশ্বে সন্ত্রাসের এক নম্বর পৃষ্ঠপোষক’ হিসাবেও উল্লেখ করেন তিনি। অপরদিকে, পশ্চিমা দেশগুলো...

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ইন্তেকাল করেছেন

Image
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ।   সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মঙ্গলবার সকালে তিনি মারা যান বলে সৌদি রাজকীয় আদালতের বরাতে আল আরাবিয়া জানিয়েছে।  Advertisement সৌদি বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গ্র্যান্ড মুফতির পরিবার, সৌদি জনগণ এবং মুসলিম বিশ্বের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেন, গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খের ইন্তেকালে সৌদি আরব এবং মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট পণ্ডিতকে হারালো যিনি ইসলাম এবং মুসলমানদের সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।  জানা যায়, রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে আজ ʿআসর নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া মসজিদে হারাম ও মসজিদে নববিসহ দেশের সব মসজিদে তার গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এ মর্মে বাদশাহ নির্দেশও জারি করেছেন। শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর হজের খুতবা দিয়েছেন। ২০১৬ সালে তিনি বার্ধক্যজনিত কা...

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

Image
  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। তালিকায় ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটাররাও অন্তর্ভুক্ত থাকবেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় খসড়া ভোটার তালিকা প্রকাশ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খসড়া ভোটার তালিকা ১ নভেম্বর প্রকাশ করা হবে। এ সময় আপত্তি ও সুপারিশ গ্রহণের পর ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সম্প্রতি মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানো এক চিঠিতে ইসি সচিবালয় উল্লেখ করেছে, খসড়া ভোটার তালিকা নিয়ে আপত্তি, দাবি ও সংশোধনের আবেদন থাকলে তা ১৭ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর ১৮ নভেম্বর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। এর আগে, গত ৩১ জুলাই সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি। News 📰 Bhaluka Television 📺 

এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো পর্তুগাল

Image
  এবার তিন প্রভাবশালী দেশ- যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো ইউরোপের দেশ পর্তুগাল। রোববার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। এর আগে, এক ভিডিওবার্তায় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। তিনি জানান, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত। এদিকে, যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করে নিজেদের সিদ্ধান্ত জানায় অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যানথনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি অং স্বাক্ষরিত এক বিবৃতিতে নিশ্চিত করা হয় বিষয়টি। এর আগে, জি সেভেন জোটভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা। এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দাঁড়ালো ১৫১। অপরদিকে, আজ ফ্রান্সের তরফ থেকেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। News 📰 Bhaluka Television 📺 

ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে কোনদিনই প্রতিষ্ঠা পাবে না: নেতানিয়াহু

Image
  ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন কোনদিনই প্রতিষ্ঠা পাবে না। রোববার (২১ সেপ্টেম্বর) কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পর্যায়ক্রমে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘৭ অক্টোবরের ভয়াবহ হত্যাকাণ্ডের পর যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতি আমার স্পষ্ট বার্তা— আপনারা সন্ত্রাসবাদকে অনেক বড় পুরস্কার দিচ্ছেন। এটি হবে না। জর্ডানের পশ্চিমদিকে কোনো ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে না।’ তিনি বলেন, ‘একটি সন্ত্রাসী রাষ্ট্রকে আমাদের ওপর চাপিয়ে দেয়ার সাম্প্রতিক প্রচেষ্টার জবাব আমি যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসার পর দেয়া হবে।’ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক ও জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফিরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জবাব দেয়া হবে বলেও হুমকি দেন নেতানিয়াহু। মূলত, ফিলিস্তিনের পশ্চিম তীরে তার নেতৃত্বে ইহুদি বসতি স্থাপন দ্বিগুণ হয়েছে বলেও গর্ব করেন এ ইসরায়েলি নেতা। এদিকে, নেতানিয়াহু ছাড়াও ইসরায়েলের অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্ব...

ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া

Image
  ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে একযোগে স্বীকৃতি দিলো তিন প্রভাবশালী দেশ — যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রোববার (২১ সেপ্টেম্বর) তিনটি দেশ পর্যায়ক্রমে এ ঘোষণা দেয়। এক ভিডিওবার্তায় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তিনি জানান, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত। এদিকে, যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করে নিজেদের সিদ্ধান্ত জানায় অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি অং স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, জি-সেভেন জোটভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা। এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দাঁড়ালো ১৫০। News 📰 Bhaluka Television 📺 

ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু

Image
  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে। একই সঙ্গে এই ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭৪০ জন ভর্তি হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২৩৭ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৬৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৪৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৭৭ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশন বাদে) ২৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশন বাদে) ২২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৫২ জন ও রংপুর বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৯ জন ভর্তি হয়েছে। মারা যাওয়া ১২ জনের মধ্যে ছয়জন নারী ও ছয়জন পুরুষ। তাদের মধ্যে বরিশাল বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ জন ও ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছে...

জাতিসংঘের সম্মেলনে যাওয়ার আগে ফিলিস্তিন প্রসঙ্গে যা বললেন এরদোয়ান

Image
  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) আমার ভাষণে প্রধান এজেন্ডা হলো গাজায় ইসরাইলের 'গণহত্যা'র উপর আলোকপাত করা, ফিলিস্তিনিদের সুরক্ষা এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে এগিয়ে নেওয়ার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে। রোববার নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞাপন এরদোয়ান জানান, ‘জাতিসংঘে আমার ভাষণে, আমি গাজার বিচার এবং এই অঞ্চলে স্থিতিশীলতা রক্ষার জন্য তুর্কিয়ের প্রচেষ্টার কথা বলব।’ তিনি বলেন, এই বছরের জাতিসংঘ সাধারণ পরিষদ পূর্ববর্তীগুলির থেকে আলাদা হবে, কারণ ‘অনেক দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে"। এরদোগান আশা প্রকাশ করেন যে ফিলিস্তিনের ক্রমবর্ধমান স্বীকৃতি ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নকে ত্বরান্বিত করবে’ এবং একই সঙ্গে তুর্কি সাইপ্রিয়টদের অধিকার ও নিরাপত্তাও তার এজেন্ডার অংশ হবে। এছাড়াও এরদোয়ান জানান, তিনি সম্মেলনের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ...

রাজপথে ধর্মভিত্তিক দলগুলো: সামনে রাজনীতি আরও জটিল হওয়ার শঙ্কা

Image
  আরিফুর রহমান সবুজ: গণঅভ্যুত্থানের পর থেকেই নানা ইস্যুতে পরস্পরবিরোধী কথার লড়াই চললেও জাতীয় ঐক্যের প্রশ্নে বড় দুই দল বিএনপি ও জামায়াতের অবস্থান ছিল অভিন্ন। তবে, নির্বাচন এগিয়ে আসতেই সেই ঐক্যে বাড়ছে ফাটল। জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দল দুইটি এখন মুখোমুখি অবস্থানে। বর্তমান অন্তবর্তী সরকারের ১৪ মাসে এসে প্রথমবারের মতো কোনও ইস্যুতে মাঠের কর্মসূচিতে নেমেছে জামায়াতসহ ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল। তা কি নির্বাচন সামনে রেখে জোটবদ্ধ শক্তির জানান দেয়া, নাকি বড় রাজনৈতিক শক্তি বিএনপিকে চাপে রেখে সরকারের কাছ থেকে সুবিধা আদায়ের কৌশল, সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। একইসঙ্গে প্রশ্ন, ধর্মভিত্তিক সাত দলের কর্মসূচি ঘিরে কোন পথে দেশের রাজনীতি? বিশ্লেষকরা বলছেন, এমন কর্মসূচিতে বড় ধরনের রাজনৈতিক সংকটের মুখে পড়তে পারে দেশ। রাজনীতি বিশ্লেষক ড. সাব্বির আহমেদ বলেছেন, রাজনৈতিক পরিস্থিতির চেয়ে আমরা জাতীয়ভাবে বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। যদি আমরা এগুলো বুঝতে না পারি তাহলে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জাপান আমাদেরকে নিয়ে খেলবে। কাজের কাজ কিছুই হবে না। আমরা ব্যবহৃতই হবো শুধু। বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচন ব...

রাজধানীতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ, কোন দলের কোথায়

Image
  ‘জুলাই সনদ’-এর পূর্ণ বাস্তবায়নসহ কয়েকটি দাবিতে রাজধানীতে বৃহস্পতিবার একযোগে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন সাতটি রাজনৈতিক দল। বিক্ষোভের আগে বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাব, বিজয়নগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। বিক্ষোভে অংশ নেওয়া দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। সাতটি দলের কেউ পাঁচ দফা, কেউ ছয় বা সাত দফা দাবি উপস্থাপন করলেও, সবার প্রধান দাবি একই—জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও তার ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন। আজ বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হচ্ছে। শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা ও উপজেলায় বিক্ষো মিছিল করবে দলগুলো। বিসিএস পরীক্ষা: বিক্ষোভের সময় পরিবর্তন করলো জামায়াতবিসিএস পরীক্ষা: বিক্ষোভের সময় পরিবর্তন করলো জামায়াত দাবিগুলোর মধ্যে রয়েছে—জাতীয় সংসদের উভয় কক্ষে (কেউ কেউ উচ্চকক্ষে) সংখ্যানুপাতিক (প্রো...

শেখ হাসিনাসহ রেহানা, জয়, পুতুল কেউ ভোট দিতে পারবে না’

Image
  ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়, শুধু শেখ হাসিনা নয়, তার পরিবারসহ যাদেরই জাতীয় পরিচয় পত্র (এনআইডি) ব্লক আছে তাদের কেউই ভোট দিতে পারবেন না। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। আখতার আহমেদ বলেন, (প্রবাসী ভোটিংয়ের জন্য) মূল বিষয় হল নিবন্ধন। এআইডি লক থাকলে নিবন্ধনের জন্য এক্সেস পাবে না। সেক্ষেত্রে লক করা এনআইডি যাদের, তাদের নিবন্ধনের সুযোগ নেই; তাহলে প্রবাসে থেকে ভোট দেবেন কী করে! তিনি জানান, মামলার কারণে বা অন্য কোনো কারণে পালিয়ে বা অন্যভাবে বিদেশে অবস্থান করছেন, তাদের ভোট দিতে কোনো অসুবিধা নেই। দেশে প্রথমবারের মতো আইটি সাপোর্ডেট পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা নিয়েছে কমিশন।ইতোমধ্যে পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোটিংয়ের জন্য ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি নিবন্ধন অ্যাপ চালুর প্রক্রিয়া চলছে। নিবন্ধন করার পর নির্ধারিত পদ্ধতিতে প্রবাসী বাংলাদেশিদের কাছে প্রতীকসহ ব্যালট পেপার পাঠানো হবে বিশেষ খামে।...

এবারের দুর্গাপূজা গতবারের চাইতে আরও বেশি উৎসবমুখর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Image
  এবারের আসন্ন দুর্গাপূজা গতবারের চাইতে আরও বেশি উৎসবমুখর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৭ সেপ্টেম্বর) আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিকেলে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর আয়োজনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। তবু ২৪ ঘণ্টা পূজামণ্ডপ নজরদারিতে থাকবে। তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে একটি গোষ্ঠী নানাভাবে সনাতন ধর্মের মানুষকে উস্কে দেয়ার চেষ্টা করছে। তারা অপপ্রচার চালিয়েছে; ৫ লাখ হিন্দুধর্মালম্বী মানুষ দেশ থেকে পালিয়ে গেছে এবং কান্তজীর মন্দির ভেঙে ফেলা হয়েছে। এদিকে, গুজব প্রতিরোধে সতর্ক থাকতে সংবাদকর্মীদের আহ্বান জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের মহাসচিব এস. এন. তরুণ দে। News 📰 Bhaluka Television 📺 

চাকসুতে ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ প্যানেলে নির্বাচন করবে ছাত্রী সংস্থা

Image
  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ প্যানেলে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলে নির্বাচন করবেন তারা। মঙ্গলবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে চাকসু নির্বাচন কমিশনের অফিস থেকে ১২ পদে মনোনয়ন সংগ্রহ করেন তারা। প্রীতিলতা হলে সংঘবদ্ধ ছাত্রী জোট প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজাবাহুল জান্নাত তারিন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাদিয়া সুলতানা তাসনিয়া এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে থাকবেন ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফরিদা রিমা। ভিপি পদ প্রার্থী মিজাবাহুল জান্নাত তারিন বলেন, আজ আমরা ১২ জন মিলে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। ইনশাল্লাহ দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ও পদ বণ্টনের সিদ্ধান্ত জানাবো। এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আফরিদা রিমা বলেন, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ব্যানারে প্যানেল ঘোষণা করেছি। আমাদের হলে ডাইনিং সমস্যা, পাঠাগারে পর্যাপ্ত বইয়ের অভাব ও ছোট নামাজ র...

ভালুকায় বিএনপি কর্মী সম্মেলনে বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

Image
ময়মনসিংহের ভালুকায় বিএনপির কর্মী সম্মেলনে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি ওঠে।  শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভালুকা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম এবং উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক জাকির হোসেন বাবলু। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, আখতারুল আলম ফারুক ও শহীদুল আমীন খসরু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সালাহ্ উদ্দিন আহম্মেদ, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল ও আবুল কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও অনেক নেতৃবৃন্দ। কর্মী সম্মেলনে হলুদ কেপ পরিহিত কয়েক হাজার নেতাকর্মীর...

ভালুকায় বিএনপি নেতার হাতে আরেক বিএনপি নেতা খু"ন

Image
ছবি সংগৃহীত  ভালুকায় বিএনপি নেতার হাতে বিএনপি নেতা খুন! ভালুকা উপজেলা মেদুয়ারী ইউনিয়ন রামপুর গ্রামে বিএনপি নেতা মাদক ব্যবসায়ী একসময়ে ক্রসফায়ারের তালিকাভুক্ত সন্ত্রাসী মিন্টু সরকারের হাতে স্থানীয় বিএনপি নেতা মুকছেদুর রহমান খুন হয়। ছোট সময় নাটক সিনেমায় দেখতাম। সন্ত্রাসী কাউকে মারলে ভয়ে কেউ সাক্ষী দিতে চায়না এবং প্রতিবাদ করতে চাই না। আজকে ঘটনাস্থলে যাইয়া তাই বুঝলাম। পুরো ওয়ার্ডের মানুষ জানে হত্যা করা হয়েছে। অথচ মুখ ফুটে কেউই প্রতিবাদ করতে পারতাছে না। কারণ খুনির পরিবার স্থানীয় প্রভাবশালী এবং বিএনপির রাজনীতর সাথে জড়িত। খুনি মিন্টু সরকার এক সময় ক্রসফায়ার আসামি ছিল। পুরো মেদুয়ারি ইউনিয়নে টপ সন্ত্রাসের মধ্যে একজন। এখনো প্রকাশ্যে ইয়াবার ব্যবসা করে। খুনি মিন্টু সরকার মাদক সেবন করে মাদ্রাসায় ভাঙচুর করতে গেলে বাঁধা দেয় নিহত মুকছেদুর রহমান , এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয় বিএনপি নেতা মুকছেদুর রহমান। অভিযোগ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পরিদর্শক করে,লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ কর...